রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার দুইশ ছক্কার নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ব্যাটসম্যানরা ছক্কা মারায় দুর্বল এমন ধারণা বহুদিন ধরেই আলোচনায় ছিল। যদিও এখনো খুব শক্তিশালী ছক্কাবাজ দল হিসেবে পরিচিত নয় বাংলাদেশ, তবুও টি-টোয়েন্টি ক্রিকেটে এবার প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে দুইশ ছক্কার মাইলফলক ছুঁয়ে ফেলেছে টাইগাররা।

মঙ্গলবার বছরের শেষ টি-টোয়েন্টি শেষে দলের মোট ছক্কার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০৬-এ।

এর আগে কোনো বছরে বাংলাদেশের ছক্কা সংখ্যা কখনো ১২২টি ছাড়ায়নি। গত বছরই ছিল সেই সর্বোচ্চ সংখ্যা। কিন্তু এবার নিজেদের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে দল। চলতি মৌসুমে দলটির হয়ে ১৮ জন ব্যাটার ছক্কা হাঁকিয়েছেন।

এর মধ্যে তানজিদ হাসান তামিম একাই করেছেন ৪১টি ছক্কা যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড।

দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে—৩৪টি। সাইফ হাসান মেরেছেন ১৫ ম্যাচে ২৯টি, অধিনায়ক লিটন দাসের ব্যাটে এসেছে ২৩টি, আর জাকের আলী ২৩ ইনিংসে মেরেছেন ১৯টি ছক্কা।

তাওহীদ হৃদয় মেরেছেন ১৪টি ছক্কা। গত বছর হৃদয় ও জাকের দুজনই ২১টি করে ছক্কা করেছিলেন। বাকি ব্যাটারদের ছক্কার সংখ্যা এক অঙ্কে। শামীম পাটোয়ারী করেছেন ৯টি ছক্কা।

এখন প্রশ্ন আসে সব দেশ মিলিয়ে বছরে সর্বোচ্চ ছক্কা কারা মেরেছে? আশ্চর্য হলেও সত্য, তালিকার শীর্ষে আছে শক্তিশালী কোনো দেশ নয়, বরং অ্যাসোসিয়েট সদস্য অস্ট্রিয়া।

২৮ ম্যাচে দলটি হাঁকিয়েছে ৩২৬টি ছক্কা। তাদের পরেই আছে পাকিস্তান ৩৪ ম্যাচে ২৩৫টি ছক্কা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে, লিটন-তামিম-ইমনরা মিলে এই অবস্থান নিশ্চিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X