রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দারুণ জয়ে রিয়ালকে আরও পেছনে ফেলল বার্সেলোনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আগেই রিয়াল মাদ্রিদকে এক পয়েন্টে পিছনে ফেলে এগিয়ে ছিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ছিল শীর্ষে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হ্যান্সি ফ্লিকের দল সেই সুযোগ কাজে লাগিয়েই মাঠ ছাড়ল ৩-১ গোলের জয়ে।

কাতালানদের মাঠে শুরুতে অ্যালেক্স বায়েনার গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে দ্রুতই ম্যাচের মোড় ঘুরে যায়। চোট কাটিয়ে দলে ফেরা রাফিনহা পেদ্রির দুর্দান্ত থ্রু-পাস থেকে সমতায় ফেরান স্বাগতিকদের। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের করে নেয় বার্সেলোনা।

৬৫ মিনিটে দানি ওলমো ব্যবধান বাড়ান, আর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ফেরান তরেসের গোল নিশ্চিত করে দেয় বড় জয়।

এ জয়ের ফলে ১৫ ম্যাচে বার্সার সংগ্রহ ৩৭ পয়েন্ট-১২ জয়, ২ ড্র ও মাত্র ১ পরাজয়। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে রয়েছে ৩৩ পয়েন্টে। শীর্ষে অবস্থান আরও দৃঢ় করল কাতালানরা। অন্যদিকে অ্যাটলেটিকো সুযোগ পেয়েছিল জিতলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠার, কিন্তু ৩১ পয়েন্ট নিয়ে সিমিওনের দলকে থাকতে হলো চারে।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও রাফিনহার গোলেই আত্মবিশ্বাস ফিরে পায় বার্সা। ইয়ান ওবলাককে কাটিয়ে বল জালে পাঠান তিনি। এরপর ওলমো ও তরেসের গোল নিশ্চিত করে বার্সার আরেকটি প্রতিপত্তির রাত।

লা লিগায় বার্সেলোনার পরবর্তী ম্যাচ রিয়াল বেতিসের মাঠে আগামী শনিবার। আর অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X