

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ।
সিরিজের ভাগ্য নির্ধারণের এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।
প্রথম ম্যাচে ৩৯ রানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে লিটন দাসদের দারুণ লড়াইয়ে চার উইকেটের জয় এনে দেয়, ফলে সিরিজে সমতা ফেরে ১-১ এ।
তাই শেষ ম্যাচটি দুই দলের কাছেই কার্যত ফাইনালের মতো গুরুত্বপূর্ণ।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী। জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।
যদিও স্কোয়াডে থাকা সত্ত্বেও এবারও একাদশে সুযোগ মিলেনি মাহিদুল ইসলাম অঙ্কনের; তার টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষা দীর্ঘতর হলো।
বাংলাদেশ একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), বনেন কালিজ, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি।
মন্তব্য করুন

