রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, আছেন সাকিবও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
আইপিএলের নিলামে সাকিব ও মোস্তাফিজ
expand
আইপিএলের নিলামে সাকিব ও মোস্তাফিজ

আসন্ন আইপিএল ২০২৫ মৌসুমের মিনি নিলামে নাম নিবন্ধন করেছেন বিশ্বের এক হাজারেরও বেশি ক্রিকেটার।

আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিতব্য এই নিলামের তালিকায় রয়েছে বাংলাদেশের দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

ক্রিকবাজের সর্বশেষ তথ্যমতে, আইপিএলে দীর্ঘ নয় মৌসুম খেলা সাকিব আল হাসান এবার ওঠবেন ১ কোটি রুপির ভিত্তিমূল্যে।

অন্যদিকে বিদেশি ক্যাটাগরির সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে, যার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। একই মূল্যশ্রেণিতে আছেন আরও ৪৩ জন বিদেশি ক্রিকেটার।

নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডসহ ক্রিকেট পরাশক্তিদের নামি-দামি খেলোয়াড়রা।

আলোচনায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ম্যাথিউ শর্ট; ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, জেমি স্মিথ; নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র; শ্রীলঙ্কার হাশরঙ্গা ও পাথিরানাও।

অন্যদিকে চমক রয়েছে একটি বড় নামকে ঘিরে। পাঞ্জাব কিংস কর্তৃক দল থেকে রিলিজ হওয়ার পরও গ্লেন ম্যাক্সওয়েলকে দেখা যায়নি নিলামের তালিকায়।

ভারতীয় ক্রিকেটারদের তালিকায় রয়েছে মায়াঙ্ক আগরওয়াল, দীপক হুডা, রাহুল চাহার, রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আয়ার, পৃথ্বী শ, উমেশ যাদবসহ বহু পরিচিত মুখ। দেশীয় খেলোয়াড়দের মধ্যে মাত্র দুজন—রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আয়ার ২ কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম তুলেছেন।

১৫ নভেম্বর প্লেয়ার রিটেনশনের সময়সীমা শেষ হওয়ার পর ১০টি দল মিলে প্রায় ২৩৭.৫৫ কোটি রুপি ব্যয় করার সুযোগ নিয়ে নিলামে অংশ নেবে। এবার মোট ১৪ দেশের ক্রিকেটার নিলামে উঠছেন, যা এবারের আসরকে আরও প্রতিযোগিতাপূর্ণ করে তুলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X