

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিপিএলের ১২তম আসর সামনে রেখে আবারও চালু হয়েছে নিলাম ব্যবস্থা।
রোববারের সেই নিলামে নজর কাড়েন নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও লিটন দাস এদের ঘিরেই ছিল দলগুলোর তুমুল আগ্রহ।
প্রাথমিক পরিকল্পনা ছিল নতুন আঙ্গিকে এ বছরের বিপিএল শুরু করার ঐতিহ্যবাহী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দিয়েই পর্ব উদ্বোধন চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় বদল আনতে হচ্ছে।
সোমবার বিসিবির বিভিন্ন সূত্র জানিয়েছে, আবাসন সংকটের কারণে সিলেট নয়, ঢাকাতেই শুরু হচ্ছে বিপিএলের প্রথম ধাপ। তারিখ ঠিক রাখা হয়েছে ২৬ ডিসেম্বর।
ওই সময়ে সিলেটে চিকিৎসকদের একটি আন্তর্জাতিক সম্মেলন থাকায় হোটেল রুম সংকট দেখা দিতে পারে; ফলে দলগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে পারবে না আয়োজকরা।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, সিলেটে বড় একটি মেডিকেল কনফারেন্স থাকায় যথেষ্ট হোটেল ব্যবস্থা নিশ্চিত করা কঠিন। তাই উদ্বোধনী পর্ব ঢাকাতেই আয়োজন করা হবে।
বিসিবির সংশোধিত সূচি অনুযায়ী- ঢাকায় প্রথম ৪ দিন ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর টুর্নামেন্ট সরবে সিলেটে, যেখানে পাঁচ দিন খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে, আর বন্দরনগরীতে ছয় দিনের ম্যাচ শেষে টুর্নামেন্ট আবার ফিরবে ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য।
পুরো টুর্নামেন্ট চলবে প্রায় এক মাস।
দলগুলোর ভ্রমণ ও বিশ্রামের বিষয়টি মাথায় রেখে প্রতিটি ভেন্যু পরিবর্তনের মাঝে নির্দিষ্ট বিরতিও রাখা হবে বলে জানিয়েছে বোর্ড।
মন্তব্য করুন

