বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালন ডি’অর ২০২৫ : কে কোন পুরস্কার পেলেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম
ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান করা হয়
expand
ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান করা হয়

ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। যেখানে সবাইকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর পেয়েছেন উসমান দেম্বেলে। এদিন শুধু বর্ষসেরা ফুটবলার নয়, মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। বর্ষসেরা গোলরক্ষককে দেওয়া হয় ইয়াসিন ট্রফি। পুরুষ বিভাগে এটি জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, নারী বিভাগে হান্না হাম্পটন। বর্ষসেরা কোচদের দেওয়া হয়েছে ইয়োহান ক্রুইফ ট্রফি। যা জিতেছেন লুইস এনরিকে (পিএসজি) ও সারিনা ভিগমান (ইংল্যান্ড)।

এক নজরে ব্যালন ডি’অর ২০২৫:

ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স) ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)

ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি) ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)

ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি) ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)

কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা) কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)

বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল

জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন) জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)

সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন