

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে নগদ অর্থ প্রদান ও বয়স্কভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি? সংখ্যালঘু নারীদের নগদ অর্থ ও বয়স্কভাতার কার্ড করে দেয়া এবং বিনিময়ে জামায়াতে ইসলামীকে (দাঁড়িপাল্লা প্রতীক) ভোট দেওয়ার শর্ত আরোপের অভিযোগে বগুড়ায় এক জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোঃ মোকসেদ আলী। তার পিতার নাম মোঃ মোনতাজ আলী। তিনি বগুড়া জেলার ইসলামপুর হরিগাড়ি উত্তরপাড়ার বাসিন্দা।
বর্তমানে তিনি সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানান সন্দেহজনক লেনদেন হচ্ছে এমন অভিযোগে স্থানীয়রা আটক করে ট্রিপল নাইনে ফোন করেন।
তিনি উল্লেখ করেন 'আমাদেরকে বলা হয়েছে তিনি জামায়াতের কর্মী তবে তার পরিচয় আমরা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছি। তিনি এখন থানায় আছেন'।
সাংবাদিক জুলকারনাইন সায়ের শনিবার ( ৬ ডিসেম্বর) নিজের ফেসবুকে ভিডিওসহ একটি পোস্টে এ গুলো উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, জামায়াতের প্রেস উইং এর সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক এ ব্যাপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন

