রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাইরাল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও নিয়ে যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:১২ এএম আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
expand
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে একটি কোরআন তিলাওয়াত প্রতিযোগিতাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

অনুষ্ঠানের মঞ্চ থেকে ‘পাকিস্তান পাকিস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ’ বলে স্লোগান দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে থাকা এক বক্তার উপস্থিতিতে সঞ্চালক এ স্লোগান ধরেন এবং উপস্থিত দর্শকরাও একইভাবে তা অনুসরণ করেন।

পরে একই ধরনে ‘বাংলাদেশ বাংলাদেশ’ ও ধর্মীয় স্লোগানও দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, রোববার মাইটভাঙ্গা ইউনিয়নের সাউথ সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ইরান, মিসর, ফিলিপাইন ও পাকিস্তানসহ কয়েকটি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন।

পাকিস্তান থেকে আগত একজন অতিথি মঞ্চে উঠলে তাকে স্বাগত জানাতেই স্লোগান দেওয়া হয় বলে আয়োজকদের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত নুরনবি রুমি জানান, অতিথির দেশের পরিচয় অনুযায়ী সঞ্চালক স্বাগতধর্মী স্লোগান তুলছিলেন- এটি অনুষ্ঠানের নিয়মের অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া অন্যান্য ভিডিওতেও একই ধরনের স্লোগান বদলের বিষয়টি দেখা গেছে।

তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সন্দ্বীপের মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা মো. সোলায়মান বাদশা ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন এবং এ ধরনের আচরণ বরদাশত করা হবে না বলে জানান।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, ভিডিওটি এখনও দেখা হয়নি, তবে এমন কিছু হয়ে থাকলে তা অবশ্যই দুঃখজনক। তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।

সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরীও বলেন, এ ধরনের ঘটনা তার জানা নেই, কিন্তু অভিযোগ এলে তদন্ত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X