রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি চাকরি পাওয়ার পর স্বামীকে অস্বীকৃতি, ভিডিওটি ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে এক দম্পতিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার পরিবেশ।

সরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি পাওয়ার পর সুমি আক্তার নামে এক তরুণী তার স্বামী আশরাফুলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান- এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

সুমি আক্তার দীর্ঘ প্রস্তুতির পর নার্স পদে নিয়োগ পান। তবে চাকরি পাওয়ার পর থেকেই স্বামী–স্ত্রীর সম্পর্কে উত্তেজনা বাড়তে শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আশরাফুল অভিযোগ করছেন- তার স্ত্রী নাকি এক অচেনা ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, যা নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

ভিডিওতে আশরাফুলকে বলতে শোনা যায়, “আমার স্ত্রী আমাকে অপমান করছে, আমাকে চোর বানিয়ে দিয়েছে।”

কথোপকথনের এক পর্যায়ে সুমি তাকে স্বামী হিসেবে অস্বীকার করেন এবং “তালাক” শব্দও উচ্চারিত হয়- যা ঘটনাটি আরও জটিল করে তোলে।

ঘটনাস্থলে উপস্থিত একজন নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নম্বর যাচাইয়ের দাবি করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সুমি দাবি করেন, তিনি বারবার বিরক্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, চাকরি পাওয়ার পর সুমি নিজের সিদ্ধান্তে স্বাধীনতা চান।

অন্যদিকে আশরাফুলের অভিযোগ- স্ত্রী ইচ্ছাকৃতভাবে তাকে দূরে ঠেলে দিচ্ছেন এবং নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করছেন।

পরিবারের সদস্যরা দুই পক্ষকে বসাতে চেষ্টা করলেও সমঝোতা হয়নি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনলাইনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে-অনেকে বিষয়টিকে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন নারীদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X