

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রোববার রাতে রাজধানীতে মেট্রো রেলের চলাচল হঠাৎই স্থগিত হয়ে যায়। রাত পৌনে ৯টার দিকে জানানো হয়- বাংলাদেশ সচিবালয় স্টেশনে দুটি শিশু ট্রেনের ছাদে উঠে পড়ায় নিরাপত্তার স্বার্থে মেট্রো রেল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ছাদে ওঠা দুজনের একজন ছিল কিশোর। সে জানায়, একজনের মাধ্যমে ৫০ টাকা দিয়ে টিকিট কেটে মেট্রোতে ওঠে। প্রথমে বগির ভেতরেই ছিল, কিন্তু ভিড় আর ধাক্কাধাক্কির কারণে পরে গ্রিল ধরে ওপরে উঠে যায়।
স্টেশনে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, কনস্টেবল মিশুক প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তিনি জানানোর পর যাত্রী এবং পুলিশ সবাই মিলে খুঁজতে শুরু করে।
কয়েকটি বগি তল্লাশি করেও তাকে খুঁজে না পাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোল রুমকে বিদ্যুৎ লাইন বন্ধের অনুরোধ করা হয়। পরে তাকে ওপর থেকে নামিয়ে আনা সম্ভব হয়।
মেট্রো রেলের এক কর্মকর্তা বলেন, প্রতিটি কোচের মাঝামাঝি অংশে রক্ষণাবেক্ষণের সুবিধার্থে কিছু জায়গা থাকে, যেখানে প্রয়োজন হলে কর্মীরা মই ধরে ওপরে ওঠেন। কিশোরটি সেই স্থানটিকে ‘ছাদে ওঠা’ ভেবেই ব্যবহার করেছে।
তাকে সংশোধনাগারে পাঠানো উচিত কি না- এমন প্রশ্নে তিনি বলেন, তার ভুলের কারণে সেদিন মেট্রোর আয়ে ঘাটতি তৈরি হয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল।
সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দায়ভার শেষ পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষকেই নিতে হতো।
কোন স্টেশন থেকে কার্ডটি কাটা হয়েছে, কে বিক্রি করেছে-এসব নিয়েও প্রশ্ন উঠতে পারত।
মন্তব্য করুন

