

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক পদ থেকে মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতির পর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সংগঠন থেকে বাদ পড়ার কারণসহ নানা বিষয় তুলে ধরেন।
ভিডিওতে মুনতাসির বলেন, দলের কিছু নেতার মতে তিনি নাকি সংগঠনের প্রতি অনুগত ছিলেন না।
কারণ হিসেবে অভিযোগ করা হয়—তিনি আন্দোলনে অংশগ্রহণের কৃতিত্ব জামায়াত–শিবিরের দিকে ঠেলে দিচ্ছেন।
এ প্রেক্ষিতে মুনতাসির বলেন, ‘কেন কৃতিত্ব দেব না? আন্দোলনের সময় ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাদ্দাম ভাই, সিফরাতুল্লাহ ভাইসহ তাদের নেতাদের সঙ্গে বসে আমরা পরিকল্পনা করেছি।’
তিনি আরও জানান, কোটা আন্দোলন শুরু হওয়ার পর জুন মাসেই ফার্মগেট এলাকায় তাদের বৈঠক হয়। সে সময় কীভাবে তৎকালীন সরকার প্রধানকে অপসারণ করা যায়, তা নিয়েই আলোচনা হয়।
তরুণ প্রজন্মের আন্দোলন গড়ে তুলতে ছাত্রশিবির পরামর্শ ও সহায়তা দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
মুনতাসির দাবি করেন, ছাত্রশিবিরের কাছ থেকে তিনি কখনোই কোনো আর্থিক সুবিধা নেননি।
তার ভাষায়, “আমি শিবির থেকে এক টাকাও নিইনি।” বরং অন্য কয়েকজন নেতার নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন, টাকার লেনদেন তারাই করেছিল বলে তার জানা।
ভিডিও বার্তার শেষ দিকে মুনতাসির বলেন, ছাত্র অধিকার পরিষদের মাধ্যমেও তারা আন্দোলনকে এগিয়ে নিতে চেষ্টা করেছেন এবং ছাত্রশিবিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্দোলনের খসড়া পরিকল্পনা করা হয়েছিল।
মন্তব্য করুন
