রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন বদল না হলে স্বতন্ত্র হয়ে নির্বাচন করার ঘোষণা বিএনপি নেতা টিপুর

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। 
expand
বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। 

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে দলীয় প্রার্থী পরিবর্তন না হলে নিজ কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

শনিবার বিকেলে লালপুরের শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাইফুল ইসলাম। প্রায় ২০ মিনিটের বক্তৃতায় তিনি নেতা–কর্মীদের ধন্যবাদ জানিয়ে অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় দায়িত্ব পালনের বিবরণ তুলে ধরেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন— “শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। যদি দলীয় মনোনয়ন পরিবর্তন না হয়, তবে আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনে নামব।” এ ঘোষণায় সভামঞ্চ ও মাঠে উপস্থিত নেতা–কর্মীরা হাত তুলে সমর্থন জানান।

গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাটোর–১ আসনে মনোনয়ন পান সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল। অথচ একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন তাঁর ভাই ইয়াসির আরশাদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু। ঘোষণার পর থেকেই স্থানীয়ভাবে অসন্তোষ ও বিক্ষোভ চলতে থাকে।

আজকের জনসভায় বক্তব্য দেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আবদুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকারসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় জনসমর্থন যাচাই-বাছাই না করেই ফারজানা শারমিন পুতুলকে প্রার্থী করা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন এলাকার বাইরে থাকায় তাঁর রাজনৈতিক উপস্থিতি দৃশ্যমান নয়; নির্বাচনের আগ মুহূর্তে তিনি মাঠে নেমেছেন। অন্যদিকে তাইফুল ইসলাম ছাত্রদল থেকে শুরু করে দীর্ঘদিন মাঠে-ময়দানে সক্রিয় থেকে বিএনপির বিভিন্ন দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন। তাদের দাবি— “এলাকার স্বার্থে সংসদে যাওয়ার যোগ্য মানুষ তাইফুল ইসলাম টিপুই।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন