রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাড়া নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
বরিশালে বাস টার্মিনালে হামলা
expand
বরিশালে বাস টার্মিনালে হামলা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে হাফ ভাড়া না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাস টার্মিনালে হামলা ও অর্ধশতাধিক বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এতে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যেখানে উভয় পক্ষের অন্তত পঞ্চাশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে উত্তেজনার সূত্রপাত হয়। রাত সোয়া ৮টা পর্যন্ত সংঘর্ষ ও ভাঙচুর অব্যাহত ছিল বলে জানা গেছে।

বিএম কলেজ শিক্ষার্থীদের দাবি, বাস টার্মিনালে প্রবেশের পর পরিবহন শ্রমিকরা তাদের ওপর হামলা চালায় এবং এ ঘটনায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন।

তবে শ্রমিকদের পক্ষ থেকে কোনো রকম পালটা হামলার ঘটনা অস্বীকার করা হয়েছে। পরিবহণ শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনও হাফ ভাড়া দেওয়া নিয়ে বরিশাল-মুলাদী রুটের এক শিক্ষার্থীর সঙ্গে বাস শ্রমিকের বিরোধ হয়। এরপর সন্ধ্যায় বিএম কলেজের কয়েকশ শিক্ষার্থী এসে নথুল্লাবাদ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে। সেখানে থাকা ১৫ থেকে ২০ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে তারা।

ঘটনাস্থলে থাকা বিএম কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, হাফ ভাড়া আমাদের অধিকার। শনিবার মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাস শ্রমিকরা। খবর পেয়ে আমরা নথুল্লাবাদ স্ট্যান্ডে জড়ো হয়ে শ্রমিকদের বিচার দাবি জানাই। এ সময় আমাদের ওপর বাস শ্রমিকরা হামলা চালায়। এতে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়।

বরিশাল বিমানবন্দর থানার ওসি মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন