

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনলাইনে ভাইরাল হয়েছে কেক বিক্রেতা সিমির মেয়ের নামে প্রকাশিত এক কথিত ভিডিও, যেখানে তাকে সিমির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে শোনা যাচ্ছে। ভিডিওতে দাবি করা হয়-সিমি নাকি স্বামীকে নির্যাতন করেন, স্বামী তার কেক বিক্রি করার বিষয়টি অপছন্দ করেন এবং তিনি নাকি অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িত।
তবে ভিডিওটির সত্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। এই প্রতিবেদনের সময় পর্যন্ত আলোচিত পোস্টটি ২৪ লাখের বেশি বার দেখা হয়েছে এবং ২৫ হাজারেরও বেশি অ্যাকাউন্ট থেকে এতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘AI CANVAS’ নামে এক ইউটিউব চ্যানেলে গত ২২ অক্টোবরে সম্ভাব্য মূল ভিডিওটি পোস্ট হতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে ‘ai’ ট্যাগ ও ‘বিকৃত বা কৃত্রিম কনটেন্ট’ এর লেবেলের সংযুক্তি পাওয়া যায়।
ইউটিউব চ্যানেলটির বায়ো পর্যবেক্ষণ করলে তাতে উল্লেখ পাওয়া যায়, চ্যানেলের প্রতিটি ভিডিও তৈরি করা হয়েছে আধুনিক AI টুলস ও চ্যানেল পরিচালকের নিজস্ব ক্রিয়েটিভ এডিটিং এর সমন্বয়ে। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলেও সিমির মেয়ের ত্বক, অঙ্গভঙ্গি, ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্য তৈরি কনটেন্টে দেখা যায়। এছাড়াও, চ্যানেলের বাকী আরও ভিডিও পর্যবেক্ষণ করলেও তা এআই দিয়ে তৈরি কনটেন্ট বলে প্রতীয়মান হয়।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ফ্রেমের বিষয়ে অনুসন্ধানে ‘Star Update24’ নামে একটি ফেসবুক পেজে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রচারিত প্রায় ১০-১৫ সেকেন্ডের কয়েকটি ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওর এঙ্গেল ও পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে এসব ভিডিওর ফ্রেমের প্রেক্ষিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও তৈরি করা হয়েছে।
‘Star Update24’ এর এসব ভিডিওতে সিমির মেয়ে জানান, তিনি দশম শ্রেণিতে পড়াশোনা করেন, তার মায়ের কেক রান্নার প্রশংসা করেন এবং দুজন মিলে কেক বানানোর কথাও উল্লেখ করেন। তবে এই ভিডিওতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে বলা কথাগুলোর উল্লেখ পাওয়া যায়নি।
এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৮৮.৪ শতাংশ বলে জানা যায়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ভাইরাল কেক বিক্রেতা সিমির মেয়ের তার মায়ের কথিত কুকীর্তি ফাঁস করার আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
মন্তব্য করুন
