শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে তিনটি নবীনবরণ করল ঢাবি শিবির

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত
expand
নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের সাদর অভ্যর্থনা জানাতে বর্ণিল ও জমকালো ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

একদিনে তিনিটি নবীনবরনের আয়োজন করে শিবির। সকাল ১০টায় প্রথমটি, দ্বিতীয়টি দুপুর ২ এবং তৃতীয়টি সন্ধ্যা ৬ টায়। তিনটি নবীনবরণে ভিন্ন ভিন্ন শিক্ষার্থী ও মেহমানরা অংশ নেন।

আজ শনিবার (১৫ই নভেম্বর) ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে সকালে ১০টা থেকে সম্পূর্ণ অনুষ্ঠানের প্রথম পর্বের শুরু হয়।

অনলাইন ও পরবর্তীতে তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের উপচে পড়া অংশগ্রহণের প্রেক্ষিতে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে তিনটি পর্বে বিভক্ত করা হয়।

প্রথম পর্বে বিজ্ঞান ও কলা অনুষদের ও দ্বিতীয় পর্বে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রীতি উপহার প্রদান ও পরবর্তীতে ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক সেমিনারের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদেরকে বাস্তবিক জীবন দর্শন থেকে সরাসরি প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির,ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক,অধ্যাপক ড, বেলাল হোসাইন ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে ঢাবির নবাগত শিক্ষার্থী মাসুম বলেন,"বিশ্ববিদ্যালয় আসার পর আমরা শিবিরের বেশ কতগুলো প্রোগ্রাম পেয়েছি, প্রকৃতপক্ষে প্রত্যেকটি প্রোগ্রামই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা আশা করবো যেন এরকম গঠনমূলক ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রম অব্যাহত রাখে,আজকের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের মাধ্যমে আমরা ক্যাম্পাসে নিজেকে পরিচালিত করার জন্য বাস্তবিক দর্শন থেকে নতুন কিছু শিখলাম।

এক নারী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, "শিবিরের কার্যক্রম আমার এক দিক থেকে খুবই ভালো লেগেছে তবে,তারা আজকে আমাদেরকে দেওয়া উপহারগুলোর মধ্যে একটা কোরআন শরীফ কেন দিলো না? এটাই আমার অভিযোগ।তাছাড়া এমনিতে সবকিছু ভালোভাবেই হচ্ছে আমরা খুবই খুশি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন