শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জিয়ার মাজার খোঁড়ার সেই নারী কি ধানমণ্ডির গ্রেপ্তারকৃত একই ব্যক্তি?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
ধানমণ্ডি-৩২ নম্বরে মার খেয়ে গ্রেপ্তার নারী (বাঁমে) জিয়ার মাজার খুঁড়তে যাওয়া নারী (ডানে)। ভিডিও থেকে নেওয়া ছবি
expand
ধানমণ্ডি-৩২ নম্বরে মার খেয়ে গ্রেপ্তার নারী (বাঁমে) জিয়ার মাজার খুঁড়তে যাওয়া নারী (ডানে)। ভিডিও থেকে নেওয়া ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় গত বৃহস্পতিবার ধানমণ্ডি-৩২ নম্বরে এক নারী মারধরের শিকার হন। এরপর শুক্রবার পুলিশ তাকে গত বছরের জুলাইয়ের আন্দোলনের সময় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায়।

ধানমণ্ডির ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আলোচনায় আসে চলতি বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলানগরে শহীদ জিয়াউর রহমানের মাজার এলাকায় ঘটে যাওয়া আরেকটি ঘটনা। সেদিন এক নারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর খুঁজে দেখার চেষ্টা করেন।

নেটিজেনদের মন্তব্য, ধানমণ্ডিতে আটক হওয়া নারীই নাকি সেপ্টেম্বরে জিয়ার মাজারের মাটি খোঁড়ার ঘটনায় জড়িত ছিলেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারের পাশে মাটি খুঁড়ছিলেন এক নারী। স্থানীয়রা কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, সেখানে জিয়াউর রহমানের লাশ নেই। তার এই কথায় উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে মারধর করে। দীর্ঘ সময় তিনি অচেতন অবস্থায় পড়ে থাকলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। সে সময় শেরেবাংলানগর থানার ওসি ইমাউল হক জানান, ওই নারীর নাম সালমা বেগম।

অন্যদিকে, ১৩ নভেম্বর ধানমণ্ডিতে যে নারী মারধরের শিকার হন, ভিডিওতে দেখা যায় এক তরুণী লাঠি দিয়ে মধ্যবয়সী ওই নারীকে আঘাত করছেন। পরে পুলিশ এসে তাকে আটক করে। পরদিন তাকে গত বছরের জুলাইয়ের আন্দোলনের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে পুলিশের মাধ্যমে জানা যায়, ওই নারীর নাম সালমা ইসলাম।

নেটিজেনদের দাবি, দুই ঘটনার নারী একই ব্যক্তি হতে পারেন। তাদের মতে, পোশাক, চশমা, চেহারা-এমনকি নামেও মিল রয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন