শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুরুষের ৪ বিয়ে নিয়ে বিতর্ক: তুলির বিরুদ্ধে সাইবার বুলিং, নিন্দা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো ও সানজিদা ইসলাম তুলি
expand
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো ও সানজিদা ইসলাম তুলি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাইবার বুলিংয়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী ও গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করে হওয়া এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, জনপরিসর এবং অনলাইন স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে সচেতন নারী সমাজ’ শীর্ষক এক সমাবেশে তুলির বক্তব্যের কারণে এই সাইবার বুলিং হয়েছে। ছাত্র আন্দোলন এটিকে কেবল নিন্দনীয় নয়, অত্যন্ত উদ্বেগজনক হিসেবেও বর্ণনা করেছে।

সেই সমাবেশে ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেন, পুরুষদের ৪ বিয়ে করার অনুমতি কে দিয়েছে। আমরা কি তাদের সেই অনুমতি দিয়েছি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের জুলাই বিপ্লবী আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সানজিদা ইসলাম তলিও সেই আন্দোলনের অংশ ছিলেন, গুম হওয়া ব্যক্তিদের খোঁজে ‘মায়ের ডাক’ কার্যক্রমের মাধ্যমে লড়াই চালিয়েছেন। তাই কোনো নারী নেতাকে এ ধরনের আক্রমণের মুখে পড়া অত্যন্ত চিন্তার বিষয়।

সংগঠনটি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের উপর আক্রমণ নতুন কিছু নয়। অভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে তাদের নারী সমন্বয়কসহ অনেকেই এই ধরনের হামলার শিকার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারীদের অধিকার ও মর্যাদা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন