বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলুর দাম বেড়ে গেছে, এখন জাতীয় নির্বাচনের দরকার নাই: শিবির সেক্রেটারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৭ এএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিবিরের সমাবেশ অনুষ্ঠিত হয়
expand
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিবিরের সমাবেশ অনুষ্ঠিত হয়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “জুলাই গণহত্যার বিচার এখনও স্থির হয়নি। এত প্রমাণ থাকা সত্ত্বেও সরকার টালবাহানা করছে। আওয়ামী লীগ মানবিক নয়।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, “আপনাদের নেত্রী আপনাদের ফেলে পালিয়েছে। তার কথায় আপনি ইঁদুর-বিড়ালের মতো দৌড়াচ্ছেন। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা সেই ধরনের নয়।”

তিনি আরও বলেন, “আমরা হাসিনাকে একটি সতর্ক সংকেত দেখিয়েছি। ভবিষ্যতে যারা নির্যাতনমূলক পথে যাবে, তাদের জন্য ডাবল সতর্কতা প্রস্তুত রেখেছে ছাত্র জনতা।”

সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম জানান, “হাসিনা ভারতে অবস্থান নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। ইতিমধ্যে গত দেড় বছরে প্রায় ৪০ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ৩৫ হাজারকে জামিন মঞ্জুর করা হয়েছে।”

তিনি বলেন, বিএনপি নেতা বলেছেন গণভোটের চেয়ে পেয়াজ সংরক্ষণের বেশি প্রয়োজন। তারা জুলাই সদন মানে না, গণভোট মানে না। তারা শুধু চাই যেন যেত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে। তারা এই কয়দিনে যত লুটপাট করেছে তা দিয়ে কয়েকটি গণভোট সম্ভব।

তিনি বলেন, তারা হয়ত কিছুদিন পর বলবে, ফেব্রুয়ারিতে নির্বাচনের দরকার নেই। বলবে আলুর দাম বেড়ে গিয়েছে এখন আর জাতীয় নির্বাচনের দরকার নেই।

https://www.facebook.com/reel/810994645257613

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন