বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধার্মিক পাত্র খুঁজে পেলেন নায়িকা, বিয়ের পরদিনই গেলেন মক্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
প্রিয়াঙ্কা জামানের বিয়ে, পরে ছবিতে স্বামীর সঙ্গে সৌদি আরবে
expand
প্রিয়াঙ্কা জামানের বিয়ে, পরে ছবিতে স্বামীর সঙ্গে সৌদি আরবে

ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তিনি বিয়ে করেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানকে।

গত ৯ নভেম্বর পুরান ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরদিন নবদম্পতি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। তাঁরা ২৩ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

প্রিয়াঙ্কা জানান, রাকিবুলের সঙ্গে তাঁর পরিচয় খুব বেশি দিনের নয়। অল্প সময়ের মধ্যেই তাঁর চরিত্র, মানসিকতা ও জীবনদৃষ্টিভঙ্গি তাঁকে মুগ্ধ করেছে।

তিনি বলেন, “রাকিব খুবই বিনয়ী ও দায়িত্বশীল একজন মানুষ। আমি সবসময় এমন একজন জীবনসঙ্গীরই স্বপ্ন দেখেছি, যিনি ধর্মভীরু, আন্তরিক ও যত্নশীল। বিয়ের পরদিনই আমরা ওমরাহ হজে যাত্রা করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন— যেন আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখময় করেন।”

রাকিবুল হাসান জানান, এটি প্রেমের সম্পর্ক নয়, বরং পারিবারিকভাবে ঠিক করা বিয়ে। তাঁর ভাষায়, “প্রিয়াঙ্কাকে প্রথম দেখাতেই ভালো লেগেছিল। এরপর কয়েকবার দেখা হয়, তারপর সরাসরি প্রস্তাব দিই। দুই পরিবারের সম্মতিতে বিয়েটি সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত।”

অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কা সর্বশেষ দেখা গিয়েছিল ডিপজল প্রযোজিত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’-তে। এছাড়া তাঁর অভিনীত মুক্তির অপেক্ষায় আছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ এবং মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’।

প্রিয়াঙ্কা প্রথম আলোচনায় আসেন আড়ংয়ের বিলবোর্ডে মডেল হিসেবে কাজ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন