

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “বাংলাদেশের মানুষ নামাজ, রোজা, হজ ও জাকাতে বিশ্বাসী। তাই ইসলাম কায়েমের জন্য জামায়াতের প্রয়োজন নেই।”
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকার ট্রাক টার্মিনালে জেলা বিএনপির আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
জামায়াতকে উদ্দেশ করে টুকু বলেন, আপনারা কখনো দেশের কল্যাণ চাননি। পাকিস্তান আমলে মওদুদীর নেতৃত্বে যে সহিংসতা ঘটেছিল, তা ইতিহাসে লিপিবদ্ধ আছে।
মুক্তিযুদ্ধের সময়ও আপনারা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছিলেন। আলবদর ও আল শামস গড়ে মানুষ হত্যা এবং নারীদের নির্যাতনের মতো অপরাধে জড়িত ছিলেন। অথচ আজও জনগণের কাছে ক্ষমা চাননি।
তিনি আরও বলেন, জামায়াতের এক নেতা বলেছেন, গণভোট না হলে কোনো নির্বাচন হবে না—এর মানে হচ্ছে, তারা ভোটের মাঠে পরাজয়ের ভয়ে আছে। একসময় এই দলের রাজনীতি নিষিদ্ধ ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিয়েছিলেন বলেই তারা এখন রাজনীতি করতে পারছে। আজ তারা সেই দলের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।
সাবেক এই মন্ত্রী অভিযোগ করেন, জামায়াত এখন নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু বিএনপি আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনবে।
টুকু বলেন, “আমরা ১৯৬৯ সালে আইয়ুব খানের পতনের আন্দোলনে ছিলাম। তখনকার ছাত্রনেতারা কখনও বলেননি যে, সরকার পতনের পর তাদের ক্ষমতা ভাগে যেতে হবে। এখন জামায়াত সে দাবি তুলছে—যা অযৌক্তিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সহসভাপতি ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে বিকেলে সদর উপজেলার কড্ডার মোড়ে আয়োজিত আরেক সংবর্ধনা সভাতেও টুকু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
