

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বললেন, পুরোনো এক কঠোর সময়ের কথা স্মরণ করে তিনি ভীষণ ব্যথিত।
তিনি জানালেন, এক সকালে ফোনে জানতে পেরেছিলেন যে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হলের ভেতর পিটিয়ে হত্যা করা হয়েছে — হত্যার একটি প্রচ্ছন্ন কারণ ছিল, তারা তাকে ছাত্রসংগঠন সন্দেহ করে মারেছিল।
আখতার বলেন, “ওকালত ছিল না — এমন এক সময় ছিল যখন কেউ যদি শিবির সন্দেহে হয়রানি বা হত্যার শিকার হতো, বিচার পাওয়ার সুযোগ প্রায় শূন্যে নামত।” তিনি ওই পরিস্থিতিকে ‘একটি খুবই অন্ধকার পর্যায়’ হিসেবে বর্ণনা করেন।
বক্তা আরও জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন শুরু হলে তা দেশজোড়া সাড়া জাগায়। পরবর্তীতে আবরারের স্মরণে একটি স্তম্ভ নির্মাণ করা হয়। দুর্ভাগ্যবশত, সেই স্তম্ভ ভাংচুর করা হয়েছিল—তবে, তিনি বললেন, সময় বদলেছে এবং একই স্থানে পুনরায় আবরারের স্মৃতিসৌধ গড়ে তোলা সম্ভব হয়েছে।
আখতার মনে করিয়ে দেন যে প্রথম যে দিনটা স্তম্ভ গড়া হয়েছিল, সন্ধ্যায় সেটি ভেঙে ফেলা হয়—তখনকার কর্তৃপক্ষ ও ষড়যন্ত্রকারীরা ভেবেছিল এ ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। কিন্তু তার ভাষায়, “আল্লাহর ইচ্ছায় এবং জনগণের অভিপ্রায়ে ঠিক উল্টোটা ঘটেছে; তারা খানখান করে দেশের বাইরে ছিটকে পড়ছে এবং আমরা নতুন করে চেতনাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।”
তিনি অনুষ্ঠানস্থলে আশা প্রকাশ করেন যে অতীতের যে অন্যায় ঘটেছিল, সেগুলো আর পুনরাবৃত্তি হবে না এবং ন্যায়ের বিজয় হবে।
মন্তব্য করুন
