বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ বেল্লাল ভিক্ষার বদলে বেছে নিয়েছেন ব্যবসা

সাইফুল ইসলাম
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
জন্মগত দৃষ্টিপ্রতিবন্ধী বেল্লাল
expand
জন্মগত দৃষ্টিপ্রতিবন্ধী বেল্লাল

ভিক্ষা না করে নিজের ছোট্ট ব্যবসার মাধ্যমে জীবনের সংগ্রামে জয়ী হয়েছেন তিনি। প্রমাণ করেছেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, যদি ইচ্ছা থাকে নিজেকে গড়ে তোলার।

শারীরিক প্রতিবন্ধীদের নিজেদের স্বনির্ভর জীবনযাপনের অনুপ্রেরণার নাম হতে পারেন এই জন্মগত দৃষ্টিপ্রতিবন্ধী বেল্লাল। দৃষ্টিপ্রতিবন্ধী বেল্লাল ২০ বছর ধরে ব্যবসা করছেন মিরপুরে। এই আয়েই চলে তার তিন সন্তানের পরিবার।

প্রতিবন্ধীরা সবাই ভিক্ষা করলেও তিনি কেন বেছে নিলেন ব্যবসার পথ— প্রশ্নে তিনি বলেন, “আমি জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। সবাই ভিক্ষাবৃত্তি করে, আমি তাবলিগের লাইনে মেহনত করি।

আল্লাহ রসুল বলেছেন, ‘নবীর শিক্ষা করো, ভিক্ষা করো না।’ আমি জীবন সেভাবেই বেছে নিয়েছি। যতই কষ্ট হোক সীমিত ইনকাম দিয়ে আমি চলি। ব্যবসা করে চলি, আমি কারো কাছে কোনোদিন হাত পাতি না।”

ভিক্ষাবৃত্তিকে পাশ কাটিয়ে নিজের প্রতিবন্ধকতা উপেক্ষা করে বেল্লাল আবারও সমাজকে মনে করিয়ে দেন 'ইচ্ছে থাকিলে উপায় হয়।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন