শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে বাগছাস নেতা আবু বাকের মজুমদারের ওপর হামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজধানীর শাহবাগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস), যা বর্তমানে জাতীয় ছাত্রশক্তি নামে পরিচিত, আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ২৩ মিনিটের দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ হামলা হয়।

ঘটনার কিছুক্ষণ পর, রাত ৮টা ৩৪ মিনিটে, আবু বাকের মজুমদার তার ফেসবুক আইডিতে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি লেখেন, “ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার মোটরসাইকেলের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। রূপায়ণ টাওয়ারে সাংগঠনিক বৈঠকে যাচ্ছিলাম। রাজনৈতিক কারণে বিভিন্ন মহলের শত্রু হয়েছি। আলহামদুলিল্লাহ, এখনো নিরাপদ আছি—সবাই দোয়া করবেন।”

হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন