বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের শিবির সংশ্লিষ্টতার অভিযোগ

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:১৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালীন পুরান ঢাকার একটি মেস থেকে শিবির সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিবিরের একটি মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনকে উপস্থিত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছেন কয়েকজন শিক্ষার্থী।

২০২৩ সালে আল্লামা দেলওয়ার হোসেন সাইদীর মৃত্যুর পর পিজি হাসপাতালে তাৎক্ষণিক শিবিরের মিছিলে অংশ নিয়ে স্লোগান দিচ্ছেন— এমন দৃশ্যও ভিডিওতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক ছাত্রদল নেতা বলেন, “আমরা জামায়াতের সঙ্গে যৌথ আন্দোলন করছি— এটা সত্য। কিন্তু শিবিরের আলাদা কর্মসূচিতে ছাত্রদলের কোনো নেতা উপস্থিত থাকলে তা সন্দেহের জন্ম দেয়। শিবিরের মিছিলে এককভাবে ছাত্রদল নেতার উপস্থিতি প্রশ্নবিদ্ধ।”

অতীতেও একই ধরনের অভিযোগ ওঠায় এ বিষয়ে শামসুল আরেফিন দাবি করেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি সবসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন।

অভিযোগটি সত্য নয় বলে দাবি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আরেফিন গত ১৭ বছর ধরে ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় আছেন। তিনি রাজপথের পরীক্ষিত নেতা।”

অভিযোগের বিষয়ে সদস্য সচিব শামসুল আরেফিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন