রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মারা যাবার একমাস পর ছাত্রদলের কমিটিতে জায়গা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:২০ পিএম
মো. জাকারিয়া হোসেন সাইদ ও ছাত্রদলের লোগো
expand
মো. জাকারিয়া হোসেন সাইদ ও ছাত্রদলের লোগো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের নতুন ১৯২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার পর তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

কারণ, এক মাস আগে মারা যাওয়া শিক্ষার্থী মো. জাকারিয়া হোসেন সাইদকে কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।

সাইদ পশুপালন অনুষদের শিক্ষার্থী ছিলেন এবং গত ২২ অক্টোবর রাতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান জানান, সাইদ নিয়মিত সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। তার প্রতি সম্মান জানাতেই কেন্দ্রীয় নেতারা তাকে পদে বহাল রেখেছেন।

তিনি বলেন, “সে সংগঠনে সক্রিয় ছিল। তাকে স্মরণ ও সম্মান জানাতেই কমিটিতে রাখা হয়েছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তথ্যমতে, ২০২১ সালের ১৬ জুন ২১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় বাকৃবি শাখায়। পরে ২৭ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. শফিকুল ইসলাম।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এ এম শোয়াইবসহ ৬৩ জন যুগ্ম আহ্বায়ক ও ১২৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X