রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদার জন্য নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মিঠারকুল গ্রামে এক নারীকে চাঁদার জন্য বিবস্ত্র করে নির্যাতন করার অভিযোগ ওঠেছে।

একই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগে নাম এসেছে স্থানীয় প্রভাবশালী হেলাল সিকদারসহ পাঁচজনের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভুক্তভোগীর স্বামী অনুপস্থিত ছিলেন। অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে নারীকে বিবস্ত্র করে মারধর করেন এবং সেই ঘটনা ভিডিও ধারণ করে।

পরে ভিডিওটি ভাইরাল করার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায় অভিযুক্তরা।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি নারীকে ওপর দিয়ে পা দিয়ে চাপিয়ে ধরে এবং নারী চিৎকার করার চেষ্টা করলেও নির্যাতন চালিয়ে যায় অভিযুক্তরা।

ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে টুটুল সিকদার (৩২) বৃহস্পতিবার রাতে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন-হেলাল সিকদার (৩৫), মিলন সিকদার (৩৮), দেলোয়ার (দেলাল) সিকদার (৩০), নান্নু সিকদার (৩৪) ও মামুন সিকদার (২৭)।

ভুক্তভোগী নারী বলেন, ‘তারা ষড়যন্ত্র করে আমার মানসম্মান ক্ষুণ্ণ করেছে। জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আমি এখন বাড়িছাড়া।’

নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, অভিযোগ পেয়েছে এবং প্রাথমিক তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X