শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আগেই ড. ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
নাহিদ ইসলাম
expand
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম দাবি করেছেন, গত বছরের আগস্টে নতুন সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার সকালে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে জবানবন্দি দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভের পর ৬ আগস্টের জন্য ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়।

কিন্তু সরকার ব্যাপক দমন-পীড়নের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য পাওয়ার পর কর্মসূচি এগিয়ে এনে ৫ আগস্ট করা হয়। তিনি অভিযোগ করেন, সরকার ওই সময় কারফিউ জারি, গণহত্যা, মোবাইল ও ইন্টারনেট বন্ধ করে আন্দোলন ব্যর্থ করার চেষ্টা করে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিতে গিয়ে তিনি আরও জানান, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন চালানো হয় এবং গণমাধ্যমকে সত্য তথ্য প্রকাশে বাধা দেওয়া হয়। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এ হত্যাযজ্ঞের জন্য দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এর আগে বুধবার দেওয়া জবানবন্দিতে নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাতে শিক্ষার্থীদের নির্যাতনের চিত্র তুলে ধরেন।

অন্যদিকে, রামপুরায় আমির হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আরও দুজনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন