

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আশঙ্কা করা হচ্ছে-আগামী নির্বাচনে কিছু মহল শক্তি ও টাকার প্রভাব খাটিয়ে ভোট হাইজ্যাক করার চেষ্টা করতে পারে।
তিনি সতর্ক করে বলেন, গাছে কাঁঠাল রেখে গোপে তেল দেওয়া হচ্ছে। মাসল পাওয়ার আর ব্যাগমানির মাধ্যমে অন্যের ভোট দখলের চেষ্টা হলে আমরা যুবক হয়ে বিস্ফোরিত হবো, ইনশাল্লাহ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানা আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, যুবকদের ভোট নিয়ে কাড়াকাড়ি বরদাস্ত করা হবে না। তোমাদের ভোট তোমরাই দেবে। আমরা পাশে থাকব, সাহস দেব, শক্তি দেব-যাতে কোনো ডাকাত তোমাদের দিকে হাত বাড়ানোর দুঃসাহস না দেখায়। এখন থেকেই যুবকদের সচেতন ও প্রস্তুত থাকতে হবে।
তরুণদের উদ্দেশে আরও বলেন, তোমরা যাকে পছন্দ তাকে ভোট দাও। আমাকে দেবে কি দেবে না-এটা তোমাদের ব্যাপার। কিন্তু তোমাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা লড়ে যাবো, ইনশাল্লাহ।
মন্তব্য করুন
