বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে: শিশির মনির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
আইনজীবী শিশির মনির
expand
আইনজীবী শিশির মনির

ডিসি ও এসপিদের বদলিতে লটারি পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তার দাবি, লটারি হলে বদলির বিষয়ে কারও সন্দেহ বা অভিযোগের সুযোগ থাকবে না। পাশাপাশি তিনি বলেন, বর্তমান মাঠপ্রশাসনের বদলির ধারায় পরিকল্পনার ছাপ রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে তিনি এ মতামত দেন।

সংলাপে গোলাম পরওয়ার বলেন, “যদি লটারির মাধ্যমে কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন করা হয়, তাহলে যে যেখানে যাওয়ার ভাগ্যে আছে, সেখানেই যাবে। এতে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হবে না।”

এ আলোচনায় অংশ নিয়ে জামায়াতপন্থী আইনজীবী শিশির মনির অভিযোগ করেন, নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে নির্বাচন কমিশন দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আয়োজন করা যায়, তাহলে নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন ইতিবাচকভাবে ইতিহাসে চিহ্নিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন