শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীকে ‘চিতাবাঘ’ আখ্যা দিলেন হর্ষ বর্ধন শ্রিংলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: সংগৃহীত
expand
ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা জামায়াতে ইসলামীর কার্যক্রম নিয়ে সতর্ক করেছেন। তিনি দলটিকে ‘চিতাবাঘ’ আখ্যায়িত করে বলেন, সংগঠনটি তার স্বভাব পরিবর্তন করবে না।

গত বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত “আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?” শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

শ্রিংলার বক্তব্য অনুযায়ী, ভারত সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে নয়া দিল্লিকে অবশ্যই নিজেদের জাতীয় স্বার্থের বিপক্ষে যেকোনো প্রক্রিয়ার বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ক্ষমতায় যে–ই আসুক, ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে যদি কেউ ভারতের স্বার্থ ক্ষতিগ্রস্ত করে, তাহলে তার বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি।

তার মতে, সীমান্তবর্তী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রতিবেশীদের ওপরও প্রভাব ফেলে।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যের প্রসঙ্গ টেনে শ্রিংলা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ সংগঠন পাকিস্তানি সেনাদের সহযোগী ছিল। তিনি অভিযোগ করেন, তাদের অতীত রক্তাক্ত এবং সংগঠনটি বৈশ্বিক মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্কের অংশ।

শ্রিংলার ভাষায়, “চিতাবাঘ তার অবস্থান পাল্টাবে না।” তিনি আরও ইঙ্গিত দেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সীমান্ত এলাকায় সক্রিয় এবং এর সঙ্গে জামায়াতের যোগসূত্র বাংলাদেশে প্রভাব বিস্তার করছে।

তার মতে, এই সমন্বয় বিদ্বেষী শক্তির কার্যক্রমকে আরও শক্তিশালী করছে এবং জামায়াত নেতৃত্বাধীন মহল আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান নিতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন