

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সব আসনে প্রার্থী ঘোষণার পর এবার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সম্প্রতি দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পাওয়ার পর থেকে তৃণমূলে সংগঠন পুনর্গঠন এবং নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার উদ্যোগ জোরদার করেছে।
ইতোমধ্যে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় গঠন করা হচ্ছে নির্বাচনী সমন্বয় কমিটি, পাশাপাশি প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। কেউ পোস্টার-লিফলেটের মাধ্যমে প্রচারণা করছেন, আবার কেউ সরাসরি জনগণের দ্বারে গিয়ে সমর্থন চাইছেন।
দলীয় নেতাদের সফরের মধ্য দিয়ে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, দিনাজপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় হয়েছে। এসব সফরে মাঠপর্যায়ের কর্মীদের নির্বাচনী প্রস্তুতি ও দায়িত্ব স্পষ্ট করে দেওয়া হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ জেলা, উপজেলা ও পৌরসভায় সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি হয়েছে।
শুধু চেয়ারম্যান নয়, ইউনিয়ন পরিষদ পর্যায়ে মেম্বার প্রার্থী পর্যন্ত তালিকা চূড়ান্ত হচ্ছে। চট্টগ্রাম মহানগরে প্রায় ৮০ শতাংশ প্রার্থী বাছাই শেষ হয়েছে বলেও জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কৌশলে পরিবর্তন এনেছে। আগের তুলনায় তুলনামূলক নরম অবস্থান, সেবামুখী কার্যক্রম এবং তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর কৌশলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জামায়াত। স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার কাজের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে তারা।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, স্থানীয় সরকারের শূন্যতা ও জনদুর্ভোগ লাঘবে নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তারা মাঠপর্যায়ের মতামত নিয়ে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করছেন।
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্যও পূর্ণমাত্রায় প্রস্তুতি নিচ্ছে জামায়াত। সংগঠনের পুনর্গঠন, তরুণ ভোটারদের টার্গেট করা এবং সেবামুখী রাজনীতিকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিচ্ছে তারা।
মন্তব্য করুন
