

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজা জানিয়েছেন, তিনি এখন থেকে তাঁর বক্তব্যে আরও সতর্ক থাকবেন। বিভিন্ন ওয়াজের মাঠে ব্যতিক্রমী বক্তব্য রেখে সমালোচিত হওয়ার বিষয়ে দলীয় চাপের মুখে আছেন কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলতে হবে।’
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
আমীর হামজা বলেন, এখানে মূলত জামায়াতের আয়োজনে সিরাতুন্নবী উপলক্ষে রাসুলের জীবনী নিয়ে আলোচনা করেছি। জামায়াতে ইসলামী যে রাসুল (সা.)-এর আদর্শ মেনে রাজনীতি করে সেটা বলার চেষ্টা করেছি।
আলোচিত বক্তব্যের বিষয়ে তিনি আরও সতর্ক থাকার অঙ্গীকার করে বলেন, কথা বলার সময় ‘দেড়-দুই ঘণ্টার মধ্যে স্লিপ অব টাং হয়ে যায়’-সেদিকেও তিনি এখন থেকে সতর্ক থাকবেন।
সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানে কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    