শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘সুন্দর পরিবেশে ভোট হলে জামায়াত সরকার গঠন করবে‍‍’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ পিএম
জামায়াতে ইসলামী
expand
জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লবের পর দেশে সংস্কার ও গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করলে সেই নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে।

মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) আগামী নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিনব্যাপী এক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, যারা আমাদেরকে কথায় কথায় দেশ ত্যাগ করাতে চেয়েছে, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছেন।

মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আমিসুর রহমান, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আব্দুর রশিদ, জেলা জামায়াতের সাবেক জেলা আমির ও দিনাজপুর-৬ আসনের মনোনীত এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন