শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল নম্বর ও এনআইডি সংগ্রহের বিষয়ে যা বলল জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীর নারী কর্মীদের মোবাইল নম্বর ও এনআইডি কার্ড সংগ্রহের খবর অসত্য বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর দাবি, এটি একটি বড় রাজনৈতিক দলের অপপ্রচার বা প্রোপাগান্ডা।

সোমবার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের একটি প্রতিনিধিদলের বৈঠকের পর তিনি এই অভিযোগ করেন।

এহসানুল মাহবুব বলেন, ‘জামায়াতের নারী কর্মীরা নির্বাচনের কাজে বের হলে তাঁদের ওপর হামলা ও অসম্মান করা হচ্ছে। একটি দলের পক্ষ থেকে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ বিষয়ে ভালো ভূমিকা দেখা যাচ্ছে না।’

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনি কাজে বাধা দিচ্ছেন ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিক্ষক যদি প্রার্থী হতে পারেন, নির্বাচনি কাজে কেন নয়? এটি আইনবহির্ভূত কাজ বলে মনে করে না জামায়াত।’

ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরাগুলো ঠিকমতো স্থাপন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এহসানুল মাহবুব বলেন, সব কেন্দ্রে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ রোধে সিসিটিভি ক্যামেরা চায় জামায়াত। কিছু এলাকায় নির্বাচনি কর্মকর্তার ভূমিকা দেখে মনে হয়েছে তাঁরা পক্ষপাতদুষ্ট।

এহসানুল মাহবুব বলেন, ‘জুলাই চার্টারে আছে উচ্চকক্ষে নারী প্রতিনিধি ৫ শতাংশ থাকবে। এবার নারী প্রার্থী দেয়নি জামায়াত, সামনের বার দেবে। নারীরা নিজেরাই প্রার্থী হতে আগ্রহ দেখান না সামাজিক বাস্তবতায়। তাঁরা রাজনীতিতে আছেন কিন্তু প্রার্থী হতে চান না। নারীদের বাধ্য করা হয় না। জামায়াতে সবচেয়ে বেশি নারী কর্মী আছে—৪০ শতাংশ।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X