রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের কার্যক্রম সম্পর্কে জানতে চায় জাপানি ব্যবসায়ীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
জামায়াত আমির জাপানি প্রতিনিধি দলকে ফুলের শুভেচ্ছা জানান
expand
জামায়াত আমির জাপানি প্রতিনিধি দলকে ফুলের শুভেচ্ছা জানান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপানের সরকারি বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা জেট্রো (Japan External Trade Organization–JETRO) এবং ঢাকাস্থ জাপানি বাণিজ্য সংগঠনের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা, সুমিতোমো কর্পোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার হিরোনোরি ইয়ামানাকা, ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানাবু সুগাওয়ারা ও ভাইস প্রেসিডেন্ট হিরোনোরি ইয়ামানাকা, এবং মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড সুগাওয়ারা মানাবু।

এছাড়া জেট্রো ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর শরিফুল আলম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাত জাহানও উপস্থিত ছিলেন।

বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, জাপানকে বাংলাদেশ দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে দেখে এবং বিদেশি বিনিয়োগকে জামায়াতে ইসলামী সবসময় স্বাগত জানায়।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে।

জাপানি প্রতিনিধি দল জানান, বর্তমানে বাংলাদেশে তিনশর বেশি জাপানি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। তারা জামায়াতে ইসলামীর কার্যক্রম সম্পর্কেও জানতে চায়।

বৈঠকের শেষে আমীরে জামায়াত প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। এ সময় আইবিডব্লিউএফের প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলামও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X