শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভের সময় পরিবর্তন করলো জামায়াতে ইসলামী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম
expand
বিক্ষোভের সময় পরিবর্তন করলো জামায়াতে ইসলামী

৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে জামায়াতে ইসলামী তাদের আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ৫-দফা দাবির ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বরের তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

যেহেতু ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালেই বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জামায়াত দায়িত্বশীল ও সচেতন পদক্ষেপ নিয়েছে। এতে বিকেলে কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে। সারাদেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা না হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা আন্তরিকভাবে দোয়া করছি, বিসিএস পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হোন এবং দেশের নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন