

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারো নেপালে রপ্তানি হয়েছে ১ হাজার ৪০৭ মেট্রিক টন বাংলাদেশি আলু। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই আলু রপ্তানি হয়।
এস্টারিক্সসহ প্রায় বেশ কয়েকটি জাতের আলু ছিল বলে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি বলেন, একদিনেই সর্বোচ্চ ৬৭ ট্রাকে এই আলু রপ্তানি হয়। লুগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে নেপালে রপ্তানি করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) ২৮ ট্রাকে ৫৮৮ মেট্রিক টন আলু রপ্তানি হয়। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১০ মাসে ৩৯ হাজার ৩৯ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
মন্তব্য করুন