শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তারা নির্বাচনের বিরোধিতা করছে: মির্জা ফখরুল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম
আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
expand
আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মহল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে।

তিনি তীব্র ভাষায় বলেন, যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তারা এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার শুরুতেই তিনি জেএসডি সভাপতি আ. স. ম. আবদুর রবের দ্রুত সুস্থতার কামনা করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী একদলীয় শাসনের বিরুদ্ধে আ. স. ম. আবদুর রব ও জেএসডির সাহসী ভূমিকার কথাও স্মরণ করেন।

ফখরুল বলেন, “দয়া করে জনগণকে বিভ্রান্ত করবেন না। একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিলেন, তারা এখন নির্বাচনের বিরোধিতা করবেন না। দেশের মানুষ কখনো সহজেই ক্ষমা করে না, তাই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচন চাই এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে সময়সূচি দিয়েছেন, তার সঙ্গে আমরা একমত।

তবে কিছু মহল নির্বাচনের বিলম্ব ঘটাতে নানা প্রচেষ্টা চালাচ্ছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচনের দিন গণভোট হবে, দুটি ব্যালটের মাধ্যমে—একটি গণভোটের জন্য, আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য।”

ফখরুল শেষ করেন, “যারা রাস্তায় নেমে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদেরকে অনুরোধ করব—দয়া করে জনগণ যে নির্বাচন চায়, তার বিরোধিতা করবেন না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন