

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে দলের সম্পর্কের টানাপোড়েন নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে, সেগুলো বাস্তব নয়।
তার ভাষায়, “সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক থাকবে; আর যারা বিপক্ষে থাকবে, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক।”
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুরে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এক-এগারো থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত দেশ গণতন্ত্রহীন পরিস্থিতি অতিক্রম করেছে। এখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করা সম্ভব।
তিনি মনে করেন, আসন্ন নির্বাচনের প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “গণভোট নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উচিত গণভোট সংক্রান্ত নির্দেশনা জারি করা।”
নির্বাচনে এনসিপি জোটবদ্ধ হবে কিনা— এ প্রশ্নে তিনি জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যেই বিষয়টি পরিষ্কার করেছেন। হাসনাত বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার—সংস্কারের পক্ষে কারা আছে, সেটিই ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করবে।”
সভায় উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ মুসা, যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান, যুগ্ম সমন্বয়কারী মো. আল আমীন খান ও মাহবুবুল আলম নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মশিউর রহমান, যেখানে প্রধান অতিথি ছিলেন হাসনাত আব্দুল্লাহ।
মন্তব্য করুন
