শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৭ এএম আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম
বিএনপি লোগো
expand
বিএনপি লোগো

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে উঠে আসা সিদ্ধান্ত এবং বর্তমান জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতারা গণমাধ্যমের সামনে বক্তব্য রাখবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রস্তুতিমূলক কাজের মধ্যে ব্যস্ত। একদিকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, অন্যদিকে আন্দোলনে অংশ নেওয়া জোট সংস্থার সঙ্গে আসন বণ্টন ও প্রার্থী সমন্বয়ের কাজও শুরু হয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপি মিত্র রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসে।

গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে গণতন্ত্র মঞ্চ তাদের ছয়জন শীর্ষ নেতার সম্ভাব্য আসনের তথ্য বিএনপিকে জানায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন