রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান কবে দেশে ফিরবেন বললেন ইশরাক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
ঢাকা-৬ আসনে বিএনপির এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
expand
ঢাকা-৬ আসনে বিএনপির এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনে বিএনপির এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বহুদিন বিদেশে অবস্থানরত দলীয় নেতা তারেক রহমান চলতি মাসেই দেশে ফিরতে পারেন।

তিনি বলেন, লন্ডন থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসা তারেক রহমান দেশে ফিরলে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আরও সুগম হবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, তিনি গোপীবাগ এলাকার সন্তান এবং এখানকার প্রতিটি সমস্যার সাথে তিনি ব্যক্তিগতভাবে পরিচিত। সুযোগ পেলে এলাকার দীর্ঘদিনের নাগরিক ভোগান্তি দূর করতে চান।

তিনি আরও অভিযোগ করেন, প্রায় ১৭ বছরে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, আর এতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি আশঙ্কা ব্যক্ত করেন—কিছু পক্ষ নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারে। তবে তাঁর বিশ্বাস, কোনো অপচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X