

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের প্রথম দশ মাসে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা মূলত বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৪৬ জনকে গ্রেপ্তারের পর।
তালেবুর রহমান জানান, চলতি বছরে প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তারকৃতদের যাচাই-বাছাইয়ের পর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শুক্রবার গ্রেপ্তারকৃতদের মধ্যে শেরেবাংলা নগর থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও থেকে ৩ জন রয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া অনেক নেতা–কর্মী বাইরের উৎস থেকে টাকার বিনিময়ে যোগ দিচ্ছেন। যারা আর্থিক সহায়তা দিচ্ছেন, তাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
তালেবুর রহমান বলেন, “মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এসব মিছিল করা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাবে।
তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি এবং যেকোনো অপতৎপরতা প্রতিরোধের সক্ষমতা রাখি।”
শুক্রবার গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির কয়েকজন কর্মকর্তা।
তাদের মধ্যে বরিকুল ইসলাম বাঁধন, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, বজলুর রহমান বাঁধন, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলন, মোমিনুল হাসান সোহান, আশরাফ আল কবির চৌধুরী, দেব যুথি দে নব সহ আরও অনেকে রয়েছেন। এছাড়া যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন কর্মীর নামও রয়েছে গ্রেপ্তার তালিকায়।
মন্তব্য করুন
