

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের আহমদাবাদে এক হাসপাতালে ঘটেছে বিবাদাপন্ন ঘটনা, যেখানে অসুস্থ কন্যাকে দেখাতে গিয়ে বাবা এক চিকিৎসকের কাছে চড় খেয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিশু কন্যার স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতাল নিয়ে আসেন বাবা। কিন্তু চিকিৎসক তা করতে অনিচ্ছুক ছিলেন। বারবার অনুরোধ করার পরও বিরক্ত হয়ে তিনি বাবার গালে চড় মারেন।
ভিডিওতে দেখা যায়, ঘটনাটি মোবাইলে রেকর্ড করছিলেন বাবা। এতে বিরক্ত হয়ে চিকিৎসক ভিডিওগ্রহণও বন্ধ করতে চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক নিরাপত্তারক্ষী এগিয়ে আসেন, কিন্তু তিনি ও রাগের তাপে চিকিৎসকের ক্রোধের শিকার হন।
প্রকাশিত ভিডিওর পর পুলিশ বিষয়টি নজরে আনে। সোমবার দুপুরে পুলিশ জানায়, তারা রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে, তবে তারা চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে রাজি নন।
মন্তব্য করুন
