শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া কার্যকর, পাবেন যে দিন থেকে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ এএম
expand
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া কার্যকর, পাবেন যে দিন থেকে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অবশেষে কার্যকর হচ্ছে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত।

আগামীকাল ১ নভেম্বর (শুক্রবার) থেকে তাদের মূল বেতনের ওপর সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হবে। তবে যাদের ক্ষেত্রে এই হিসাব অনুযায়ী ভাতা দুই হাজার টাকার কম হয়, তারা ন্যূনতম দুই হাজার টাকা পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে, যেখানে বাড়িভাড়া বৃদ্ধির অনুমোদন এবং তা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি ২৮ অক্টোবর তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।

এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ বাড়বে এই ভাতা। অর্থাৎ দুই ধাপে সর্বমোট ১৫ শতাংশ হারে (ন্যূনতম দুই হাজার টাকা) বাড়িভাড়া ভাতা কার্যকর হবে।

তবে ভাতা বৃদ্ধির সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—পরবর্তী বেতন স্কেলে এই অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে।সরকার কর্তৃক জারি করা প্রজ্ঞাপন, আদেশ ও নীতিমালা মেনে নিয়োগের শর্ত পালন করতে হবে।

বকেয়া কোনো অর্থ পরিশোধ করা হবে না, অর্থাৎ ১ নভেম্বরের আগে কোনো সময়ের জন্য অতিরিক্ত ভাতা প্রযোজ্য হবে না। ভাতা প্রদান ও অর্থ ব্যয়ের ক্ষেত্রে সব সরকারি আর্থিক বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম বা অনুপযুক্ত অর্থ প্রদান ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামার পর বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নেয়। আন্দোলনের চাপের মুখে অন্তর্বর্তী সরকার গত ২১ অক্টোবর শিক্ষকদের দাবির প্রস্তাবে নীতিগত সম্মতি দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের পর অর্থ মন্ত্রণালয়ও দ্রুত অনুমোদন দেয়। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর মাধ্যমে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা জারি করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিঠি জারির পর আর কোনো প্রশাসনিক জটিলতা নেই। ১ নভেম্বর থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের সঙ্গে নতুন বাড়িভাড়া ভাতা যুক্ত হবে।

এর ফলে দেশজুড়ে প্রায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী সরাসরি উপকৃত হবেন। ২০২৬ সালের জুলাইয়ে দ্বিতীয় ধাপে কার্যকর হলে এই হার দাঁড়াবে মোট ১৫ শতাংশে।

এক কর্মকর্তা বলেন, এটি শিক্ষকদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন। আন্দোলনের প্রেক্ষিতে সরকার যেভাবে দ্রুত সাড়া দিয়েছে, তা শিক্ষাক্ষেত্রে আস্থার বার্তা দেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন