শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পরিসংখ্যানের মান উন্নয়ন টেকসই উন্নয়নের পূর্বশর্ত: ড. মুহাম্মদ ইউনূস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম
expand
পরিসংখ্যানের মান উন্নয়ন টেকসই উন্নয়নের পূর্বশর্ত: ড. মুহাম্মদ ইউনূস

পরিসংখ্যান ও উপাত্তের গুণগত মান উন্নয়নের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যান অপরিহার্য কারণ পরিসংখ্যানের মান উন্নয়ন টেকসই উন্নয়নের পূর্বশর্ত।

বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উপলক্ষে রোববার (১৯ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ২০ অক্টোবর বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস একযোগে উদ্‌যাপন করা হচ্ছে—যা একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।

এবারের দিবসটির প্রতিপাদ্য হলো: ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিকস অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান", যা বর্তমান বৈশ্বিক ও স্থানীয় প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধান উপদেষ্টা বলেন, সঠিক তথ্য ও মানসম্পন্ন উপাত্ত শুধুমাত্র নীতিমালা তৈরির জন্য নয়, বরং কার্যকর বাস্তবায়ন ও ফলাফল নিরূপণের ক্ষেত্রেও কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংস্থায় পরিণত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং উপস্থাপনের ক্ষেত্রে দেশ আরও এগিয়ে যাবে।

ড. ইউনূস আরও বলেন, উপাত্তের সার্বজনীন প্রাপ্যতা এবং নির্ভরযোগ্য ব্যবহার গণতান্ত্রিক চর্চা, জবাবদিহি এবং স্বচ্ছতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে এটি উন্নয়ন কার্যক্রমকে আরও জনমুখী করে তুলবে।

তিনি বিশ্বাস করেন, নীতিনির্ধারক, গবেষক, তথ্য বিশ্লেষক ও সকল তথ্য-ব্যবহারকারীর সমন্বিত প্রচেষ্টাতেই ‘সবার জন্য মানসম্মত উপাত্ত’ নিশ্চিত করা সম্ভব হবে।

বাণীর শেষাংশে ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ঘিরে গৃহীত কর্মসূচিগুলোর সফলতা কামনা করেন এবং সবাইকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন