শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম
expand
সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৭ জন শিশু রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বাধিক প্রাণহানি

প্রতিবেদন অনুযায়ী, ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। দুর্ঘটনার হারের দিক থেকেও মোটরসাইকেল রয়েছে শীর্ষে — ৩৩.৮৫ শতাংশ।

এ ছাড়া ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২৬.৮৫ শতাংশ। অন্যদিকে যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন (১৩.৪২ শতাংশ)। গত মাসে ৪৯ জন শিক্ষার্থীও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

কোথায় বেশি দুর্ঘটনা

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী জাতীয় মহাসড়কে সবচেয়ে বেশি ১৬১টি দুর্ঘটনা ঘটেছে, আঞ্চলিক সড়কে ১৩৯টি, গ্রামীণ সড়কে ৫৭টি এবং শহরের সড়কে ৮৯টি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ১৭১টি দুর্ঘটনা, পথচারীকে চাপা দেওয়া বা ধাক্কা ১১৯টি, মুখোমুখি সংঘর্ষ ৯২টি এবং পেছন থেকে ধাক্কা ৫৮টি দুর্ঘটনা ঘটে।

বিভাগভিত্তিক চিত্র

ঢাকা বিভাগে সর্বাধিক ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত, অন্যদিকে বরিশাল বিভাগে সর্বনিম্ন ১৬টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন, একক জেলা হিসেবে চট্টগ্রামে ৫২টি দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু ঘটেছে, রাজধানী ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে : ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক অবকাঠামো, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনা, চালকদের অদক্ষতা, মানসিক চাপ ও অসুস্থতা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, করণীয় ও সুপারিশ

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে। এজন্য প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করা এবং চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে ফাউন্ডেশন।

এছাড়া পথচারীদের অসচেতনতা কমাতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা জোরদার করারও আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন