শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গোপন অনুসন্ধান থেকে নাম বাদ দিতে দুদক কর্মকর্তার ১০ লাখের প্রস্তাব

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
দুদকে ব্যবসায়ীর অভিযোগ
expand
দুদকে ব্যবসায়ীর অভিযোগ

চলছে দুর্নীতির গোপন অনুসন্ধান। তবে খরচের বিনিময়ে সেই অনুসন্ধান থেকে নাম বাদ দেওয়া হবে। দুদক কর্মকর্তার থেকে এলো এই প্রস্তাব! আর সেই "খরচের" পরিমাণ ১০ লাখ টাকা!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাগেরহাট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবুল হাশেমের বিরুদ্ধে উঠেছে এমনই ঘুষ দাবির অভিযোগ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ‘এস.আর. ট্রেডার্স’-এর ঠিকাদার শহিদুল ইসলাম সোহেল।

তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর আবুল হাশেম তাকে খুলনার সি অ্যান্ড বি’র ভেতরে একটি সরকারি কোয়ার্টারে ডেকে পাঠান। সেখানে তার বিরুদ্ধে অবৈধ সম্পদসহ নানা অভিযোগের কথা জানানো হয়। অনুসন্ধান থেকে অব্যাহতি পেতে হাশেম প্রথমে ১০ লাখ টাকা দাবি করেন, পরে আপোষে ৫ লাখ টাকায় রাজি হন।

শহিদুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার সত্যতা যাচাই করতে তিনি তখনই গণমাধ্যমকর্মীদের সামনে ফোন করলে, আবুল হাশেম টাকা নিয়ে খুলনায় যাওয়ার প্রস্তাব দেন।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, “অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন