সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শীতকালেই কেন এত বিয়ে হয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
দম্পতি
expand
দম্পতি

শীত নামলেই চারপাশে আলাদা এক আনন্দের ছোঁয়া লাগে। ভোরের কুয়াশা, রোদ পোহানো সকাল, নতুন ধানের গন্ধ আর ঘরে ঘরে পিঠেপুলির আয়োজন সব মিলিয়ে এই সময়টা বাঙালির জীবনে বিশেষ গুরুত্ব বহন করে।

এই মনোরম আবহের সঙ্গেই যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে। প্রতি বছর শীত এলেই চারদিকে বিয়ের ব্যস্ততা চোখে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, কেন বেশিরভাগ মানুষ এই ঋতুকেই বেছে নেন জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য? আবহাওয়ার আরাম ছাড়াও এর পেছনে আছে বেশ কিছু বাস্তব ও সুবিধাজনক কারণ।

১. উৎসব, ছুটি ও পারিবারিক মিলন

শীতকাল মানেই উৎসবের সময়। এই সময় ধান কাটার মৌসুম শেষ হয়, ঘরে আসে নতুন চাল, আর শুরু হয় নানা সামাজিক অনুষ্ঠান। পাশাপাশি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে বার্ষিক ছুটি থাকায় দূরে থাকা আত্মীয়স্বজনদের একসঙ্গে পাওয়া সহজ হয়। বিয়ের মতো বড় অনুষ্ঠানের জন্য পরিবারের সবাইকে এক ছাদের নিচে পাওয়াটা এই সময়ে অনেকটাই সহজ হয়ে যায়।

২. সাজগোজ ও খানাপিনায় বাড়তি স্বস্তি

শীতের আবহাওয়া বিয়ের আয়োজনকে অনেক বেশি আরামদায়ক করে তোলে।

কনের সাজে নিশ্চিন্ততা: গরমকালে ঘাম ও অস্বস্তির কারণে মেকআপ টেকে না—এই দুশ্চিন্তা শীতকালে থাকে না। ফলে কনে তার পছন্দমতো ভারী পোশাক, গয়না ও মেকআপ নিয়ে নিশ্চিন্তে সাজতে পারেন।

খাবারের নিশ্চয়তা: বিয়ে মানেই নানা রকম সুস্বাদু পদ। গরমে খাবার নষ্ট হওয়ার ভয় থাকে, কিন্তু শীতকালে সেই ঝুঁকি অনেকটাই কমে যায়। অতিথিরাও নিশ্চিন্তে খাবার উপভোগ করতে পারেন।

৩. কম ক্লান্তি, কম খরচ

বিয়ের প্রস্তুতি ও অনুষ্ঠান মানেই প্রচুর দৌড়ঝাঁপ। গরমে এতে সবাই সহজেই ক্লান্ত হয়ে পড়ে। শীতকালে কাজের ফাঁকে শরীর তুলনামূলকভাবে চাঙ্গা থাকে। পাশাপাশি এসি বা অতিরিক্ত ফ্যানের প্রয়োজন না হওয়ায় বিদ্যুৎ খরচও কমে যায়। বেঁচে যাওয়া খাবার সংরক্ষণ করাও সহজ হয়।

৪. ফুলের সহজ প্রাপ্যতা

বিয়ের সাজসজ্জায় ফুলের গুরুত্ব অপরিসীম। শীত হলো ফুলের আসল মরসুম। গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জারবেরা থেকে শুরু করে গোলাপ, বেলি, অর্কিড—এই সময়ে নানা রঙের ফুল সহজে পাওয়া যায় এবং দামও তুলনামূলক কম থাকে। মণ্ডপ ও কনের সাজে প্রাকৃতিক সৌন্দর্য যোগ করে এই ফুলগুলো।

৫. হানিমুনের আদর্শ সময়

বিয়ের পর নতুন দম্পতির জন্য হানিমুন একটি বিশেষ মুহূর্ত। পাহাড়, সমুদ্র কিংবা কোনো শান্ত শহর—যেখানেই যাওয়ার পরিকল্পনা হোক, শীতকাল ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। আরামদায়ক আবহাওয়ায় একসঙ্গে সময় কাটিয়ে নতুন জীবন শুরু করার আনন্দটা আরও বেড়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X