রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাদিক কায়েমকে নিয়ে মিথ্যা বক্তব্য, দুঃখ প্রকাশ রিজভীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
রহুল কবীর রিজভী ও সদিক কায়েম। ছবি : সংগৃহীত
expand
রহুল কবীর রিজভী ও সদিক কায়েম। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভুয়া ও এআই-জেনারেটেড কনটেন্ট যাচাই না করেই বক্তব্য দেওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এর আগে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নামে প্রচারিত একটি বক্তব্য এবং শরীফ ওসমান হাদিকে আক্রমণকারী এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

পরবর্তীতে যাচাই করে দেখা যায়, উভয় বিষয়ই ছিল ভিত্তিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি।

বিবৃতিতে রিজভী জানান, বিষয় দুটি যথাযথভাবে ফ্যাক্ট-চেক না করেই তিনি আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি সভায় বক্তব্য দেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের তথ্য উপস্থাপনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X