

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশেষজ্ঞদের মত অনুযায়ী, জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো সংবিধান আদেশ (সিও) এর মাধ্যমে কার্যকর করা যেতে পারে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনের দিন এ আদেশকে গণভোটে উপস্থাপন করে জনগণের অনুমোদন নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের সংলাপে এ প্রস্তাব আসে। এর আগে গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন জুলাই ঘোষণার ২২ ধারা অনুযায়ী পদক্ষেপ নেয়ার পরামর্শ পায়।
বিশেষজ্ঞদের বক্তব্য, অন্তর্বর্তী সরকার চাইলে জুলাই সনদের সংস্কারগুলো সংবিধান আদেশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কার্যকর করতে পারে। ওই আদেশে গণভোটের বিধান অন্তর্ভুক্ত থাকতে পারে।
জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হবে। জনগণের অনুমোদন পেলে আদেশটি কার্যকর হওয়ার দিন থেকেই বৈধ বলে গণ্য হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    